কুমিল্লার শাসনগাছা এলাকায় রোববার রাত দেড়টার দিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, মিছিলকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় অভিযান চালানো হয়। আদালতের নির্দেশে গ্রেপ্তারকৃতদের জেলে পাঠানো হয়েছে। বাকি মিছিলকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।