দ্য কন্টিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক ● ১৯ জুন ২০২৫
বিদেশি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির একজন সদস্য। এই প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেলের সরবরাহ হয়।
ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রিসিডিয়াম সদস্য বেনহাম সাঈদি মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “প্রয়োজনে আমাদের প্রতিরক্ষামূলক বিকল্পগুলোর মধ্যে একটি হতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। যারা আমাদের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করছে, তাদের জবাব দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা প্রস্তুত আছে।”
এর আগেও ইরান পশ্চিমা দেশগুলোর চাপের প্রতিক্রিয়ায় এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বন্ধের হুমকি দিয়েছিল। ইতিমধ্যে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছু বাণিজ্যিক জাহাজ ইরানের জলসীমা এড়িয়ে চলতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।