দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২১ জুন ২০২৫
মার্কিন মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে, তিনি যেন ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ‘জিরো ইউরেনিয়াম এনরিচমেন্ট’-এর শর্ত প্রত্যাহার করেন। সংগঠনটি এই দাবিকে ‘ইসরায়েলি সরকারের বিষাক্ত শর্ত’ হিসেবে আখ্যায়িত করেছে যা ইচ্ছাকৃতভাবে চুক্তি ব্যর্থ করার জন্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছে।
CAIR-এর বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সঙ্গে শান্তিপূর্ণ ও কার্যকর চুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে শুধু একটি কাজ করতে হবে—ইসরায়েলি সরকারের সেই বিষাক্ত শর্ত বাতিল করতে হবে, যা ইরানের নাগরিক পরমাণু শক্তি উৎপাদনের অধিকারকে অস্বীকার করে। আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT), ইরানকে সীমিত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দেয়।”
CAIR আরও বলেছে, “ইসরায়েলি সরকারের ‘জিরো এনরিচমেন্ট’ চাহিদা মূলত চুক্তিকে অসম্ভব করে তোলার জন্যই তৈরি। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও কেবলমাত্র বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আওতায় খুব সহজেই একটি পারমাণবিক চুক্তি করতে পারেন, যা নিশ্চিতভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। যুদ্ধ একান্তই অনাবশ্যক।”
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন বারবার দাবি করেছে—ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা, জাতিসংঘের শক্তি সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক মূল্যায়নে দেখা গেছে, এই আশঙ্কা ভিত্তিহীন।
CAIR-এর মতে, “ইরান ইস্যুতে আজ যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, তা ২০ বছর আগে ইরাক যুদ্ধের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যরা যে মিথ্যা প্রচারণা চালিয়েছিল—তারই পুনরাবৃত্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ‘জিরো এনরিচমেন্ট’-এর মত অযৌক্তিক ও যুদ্ধমুখী দাবি প্রত্যাহার করে ইরানের সঙ্গে একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করা।”