দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২১ জুন ২০২৫
ইসরায়েলের আকস্মিক হামলার পর আড়ালে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আজ ইরানজুড়ে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলের প্রশংসা করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজকের বিক্ষোভে জনগণ তাদের যুক্তিবোধ ও আধ্যাত্মিক শক্তি প্রদর্শন করেছে, একইসাথে আমাদের প্রিয় জাতির সাহসের প্রমাণ দিয়েছে।”
গত সপ্তাহে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালানোর পর খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং মাঝে মাঝেই বার্তা প্রকাশ করা হচ্ছে।
খামেনির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলি নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা ইরানের নেতৃত্ব পতনের লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্জ গতকাল বলেন, “খামেনির আর থাকার কোনো অধিকার নেই। তাঁকে সরাতেই হবে।”
বিশ্লেষকদের মতে, এই বিবৃতি কূটনৈতিক উত্তেজনা আরও উসকে দিতে পারে। ইরানের অভ্যন্তরে অনুষ্ঠিত জনসমাবেশগুলো শুধু ইসরায়েলবিরোধী অবস্থান নয়, বরং অভ্যন্তরীণ ঐক্যেরও বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।