দ্য কন্টিনেন্টাল হেরাল্ড স্পেশাল ডেস্ক রিপোর্ট | ২৩ জুন ২০২৫
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মোসাভি সাফ জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।
এক রেকর্ড করা বক্তৃতায় তিনি বলেন, “ক্ষয়ক্ষতির মাত্রা যাই হোক না কেন, এই অপরাধমূলক কর্মকাণ্ডের (যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলা) প্রকৃতিই এমন যে, এর জবাব দিতেই হবে।”
তিনি আরও বলেন, “ট্রাম্পের এই পদক্ষেপ আসলে মরিয়া একটি প্রচেষ্টা। এটি মূলত তার পোষা বাহিনী—জায়নবাদী ইসরায়েল এবং বিশেষ করে নেতানিয়াহুকে বাঁচানোর কৌশল।”
মোসাভির ভাষায়, “নেতানিয়াহুর পরাজয়ের লক্ষণ স্পষ্ট হওয়ার পর ট্রাম্প তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার জন্যই এই হামলা চালিয়েছেন।”
ইরান ইতোমধ্যে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে যে, পারমাণবিক স্থাপনায় হামলার জবাব কেবল কূটনৈতিকভাবে নয়, সামরিক প্রতিক্রিয়াতেও দেওয়া হতে পারে। আর মোসাভির এই বক্তব্য তেহরানের প্রতিশোধ পরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে।