হোম / আন্তর্জাতিক / ইরানে সেনাঘাঁটি ও গোপন এলাকায় নজরদারির অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক
iran-arrests-european-on-spying-charges

ইরানে সেনাঘাঁটি ও গোপন এলাকায় নজরদারির অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২৪ জুন ২০২৫

ইরানে এক ইউরোপীয় নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে এই ইউরোপীয় নাগরিককে আটক করা হয়।

 

প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তি সেনা ঘাঁটি ও সংবেদনশীল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি দেশটির সামরিক ও কৌশলগত স্থানগুলো নিয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।

 

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে এ ধরনের অভিযান বাড়ানো হয়েছে। চলমান সংকটের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত দেশটিতে বহু লোককে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

 

আজকের আরেকটি ঘটনায়, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে আরও ছয়জনকে মসাদ (ইসরায়েলের গোয়েন্দা সংস্থা) এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে।

 

ইরান সরকার জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে এবং যে কোনো বৈদেশিক হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

Share
Scroll to Top