দ্য কন্টিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২৫
নেটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে স্থায়ী করতে সকল পক্ষকে সংলাপে থাকার আহ্বান জানিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন,
“প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আশা করি এই যুদ্ধবিরতি স্থায়ী হবে।”
বৈঠকে তিনি আরও বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান করা জরুরি।
এরদোয়ান জোর দিয়ে বলেন, “শান্তি অর্জনের একমাত্র পথ হলো ঘনিষ্ঠ কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া। মধ্যপ্রাচ্য, ইউক্রেন কিংবা বিশ্বের যেকোনো অঞ্চল—সবখানেই এই নীতিই কার্যকর হতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই অবস্থান তুরস্ককে মধ্যস্থতাকারী একটি শক্তি হিসেবে তুলে ধরছে এবং এটি আগামী দিনের কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।