হোম / আন্তর্জাতিক / যুদ্ধবিরতির পর পূর্ব আকাশপথ আংশিকভাবে খুলে দিল ইরান
iran-arrests-european-on-spying-charges

যুদ্ধবিরতির পর পূর্ব আকাশপথ আংশিকভাবে খুলে দিল ইরান

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২৬ জুন ২০২৫

 

ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধের অবসানে ঘোষিত যুদ্ধবিরতির পর ইরান তাদের পূর্বাঞ্চলের আকাশপথ আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

গত ১৩ জুন ইসরায়েল ব্যাপক হামলা শুরু করলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরপরই ইরান পুরো দেশের আকাশপথ বন্ধ করে দেয়।

তবে মঙ্গলবার কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এখন সীমিত পরিসরে বিমান চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

 

ইরানের পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আখাওয়ান বলেন, “পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে, তবে শুধুমাত্র ওইসব বিমান যা পূর্ব ইরানের বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে বা সেখানে অবতরণ করছে।” — রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

 

বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যবস্থায় এই সিদ্ধান্ত স্বস্তি নিয়ে এলেও, পশ্চিমাঞ্চলের আকাশপথ এখনো বন্ধ রয়েছে।

Share
Scroll to Top