হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের দাবি: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি
israel-syria-ceasefire-agreed-2025

যুক্তরাষ্ট্রের দাবি: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ১৯ জুলাই ২০২৫

 

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আশার আলো দেখাল যুক্তরাষ্ট্র। দেশটির বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শাররা যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছেন।

ব্যারাক শুক্রবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানান, “ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি।” তিনি বলেন, এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং আরও কয়েকটি প্রতিবেশী দেশ।

 

তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। মাত্র দুদিন আগেই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে দ্রুজ এবং বেদুইন গোষ্ঠীর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়, যার সঙ্গে ইসরায়েলের হামলাও যুক্ত ছিল। ফলে পূর্বের এক ঘোষিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, নতুন চুক্তিটি আরও ব্যাপক এবং আন্তর্জাতিক সমর্থনপুষ্ট। এর আওতায় উভয় দেশ সাময়িকভাবে সকল ধরনের হামলা বন্ধ রাখবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের পথ খুঁজবে।

 

বিশ্লেষকদের মতে, যদি এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হয় এবং দীর্ঘমেয়াদে কার্যকর থাকে, তবে এটি মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়ার সূচনা হতে পারে। যদিও আগের যুদ্ধবিরতির অভিজ্ঞতা থেকে সতর্কতা অবলম্বন করছেন অনেকেই।

এই মুহূর্তে বিশ্বের নজর রয়েছে সিরিয়া-ইসরায়েল সীমান্তের দিকে। শান্তি টিকবে না কি আবারও ভেঙে পড়বে, তা নির্ভর করছে চুক্তি বাস্তবায়নের আন্তরিকতা এবং আন্তর্জাতিক তদারকির ওপর।

Share
Scroll to Top