হোম / আন্তর্জাতিক / ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সতর্কতা: “ইসরায়েলের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, পরমাণু কর্মসূচি চলবে”

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সতর্কতা: “ইসরায়েলের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, পরমাণু কর্মসূচি চলবে”

নিজস্ব প্রতিবেদক, The Continental Herald

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১০:২২ PM

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত, পাশাপাশি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত মাসের যুদ্ধে ইসরায়েলের আক্রমণ ইরানের নেতৃত্বকে ধ্বংস করতে পারেনি।

 

যুদ্ধ প্রস্তুতি ও যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ

পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের সেনাবাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানতে সক্ষম।” ১২ দিনের যুদ্ধবিরতি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে যোগ করেন, “ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের জবাব দিয়েছি। তারা তাদের ক্ষতি গোপন করছে।”

 

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, “ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়—আমরা এতে রাজি, কারণ আমরা পরমাণু অস্ত্র প্রত্যাখ্যান করি। কিন্তু আমাদের পরমাণু সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে, শুধু স্থাপনায় নয়।”

 

ইসরায়েলের নেতৃত্ব হত্যার চেষ্টা

পেজেশকিয়ান গত ১৫ জুন তেহরানে একটি সুরক্ষা কাউন্সিলের বৈঠকে ইসরায়েলের হত্যাচেষ্টার কথা উল্লেখ করেন। তার মতে, ইসরায়েল ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে দেশটিকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

 

কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা প্রসঙ্গ

কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলাকে কাতারের বিরুদ্ধে আক্রমণ বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাতার ও তার জনগণের প্রতি শত্রুতা পোষণ করি না। আমরা শুধু মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেছিলাম।”

 

ইউরোপের সঙ্গে আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শুক্রবার তুরস্কে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হবে। ইরান IAEA-র সঙ্গে সহযোগিতা স্থগিত করলেও পরিদর্শক পাঠানোর অনুরোধ বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

 

পেজেশকিয়ানের এই সাক্ষাৎকার ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা কি কোনো সমাধান দেবে, নাকি নতুন সংঘাতের দিকে যাবে—সেটাই এখন বড় প্রশ্ন।

 

© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত

Share
Scroll to Top