হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করল ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করল ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’

নিজস্ব প্রতিবেদক, The Continental Herald

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫

 

 

বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জুলাই বিপ্লব। সেই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’ নামের একটি সংগঠন। তাদের প্রকাশিত তথ্যমতে, এই অভ্যুত্থানে ৯১৪ জন শহীদের নাম নিশ্চিতভাবে তালিকাভুক্ত হয়েছে। সংগঠনটির দাবি, আরও ৬০০–এর বেশি শহীদের তথ্য এখনো যাচাই-বাছাইয়ের অপেক্ষায় আছে।

 

সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ

 

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, মুখপাত্র ফানতাসির মাহমুদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহমদ সামরান।

 

শহীদদের রক্তে অমর ইতিহাস

 

লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকাসহ দেশের ৫৪টিরও বেশি স্থানে হতাহতের ঘটনা ঘটে।

 

  • পুলিশের গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়।
  • এরপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের গুলিতে বহু মানুষ নিহত হন।
  • তৃতীয় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে।
  • এছাড়া, সংবাদ সম্মেলন থেকে বিজিবি মহাপরিচালকের পদত্যাগ দাবি করা হয়।

 

তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি গেজেট, জাতীয়-স্থানীয় পত্রিকা, এনজিওর প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং শহীদ পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

 

বিচার নিয়ে প্রশ্ন

 

সংগঠনের মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে ভয়াবহ গণহত্যা সংঘটিত হলেও এখনো কোনো বিচার হয়নি। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের আদৌ বিচার করার ইচ্ছা ছিল কি না। তাঁর মতে, শহীদদের ন্যূনতম মর্যাদা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশে গণহত্যার বিচারহীনতার একটি ভয়াবহ নজির তৈরি হয়েছে।

 

 

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ নিঃসন্দেহে ইতিহাস সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে কেবল তালিকা প্রকাশই যথেষ্ট নয়, শহীদদের রক্তের ন্যায্য মর্যাদা দিতে প্রয়োজন প্রকৃত বিচার ও দায়ীদের জবাবদিহি।

 

সত্য, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা

© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত

Share
Scroll to Top