হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / স্বামী খুন ও স্ত্রী ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা গ্রেপ্তার
husband-murder-wife-rape-coxsbazar

স্বামী খুন ও স্ত্রী ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা গ্রেপ্তার

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ১৪ সেপ্টেম্বর ২০২৫

 

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের উত্তরন আবাসিক এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিরেল চাকমা (৫৫)। নিহত ব্যক্তির নাম রঞ্জন চাকমা। তারা দুজনেই রাঙামাটি জেলার বাসিন্দা।

 

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করছিলেন বিরেল চাকমা। কক্সবাজারে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে রঞ্জন চাকমা ও তার স্ত্রী সেখানে অবস্থান নেন। সেই সময় থেকেই রঞ্জনের স্ত্রীকে কুপ্রস্তাব দিত বিরেল চাকমা।

শনিবার রাতে বিরেল ও রঞ্জন একসঙ্গে মদ্যপান করতে বসেন। এ সময় রঞ্জনের স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন বিরেল। এতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জন চাকমার মাথায় আঘাত করে হত্যা করে। পরে রঞ্জনের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সে।

 

পরে রঞ্জনের স্ত্রী কৌশলে ঘর থেকে বের হয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা দ্রুত বিরেল চাকমাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

#কক্সবাজার #হত্যা #ধর্ষণ #বাংলাদেশ #TheContinentalHerald

Share
Scroll to Top