The Continental Herald ডেস্ক | ৪ মে ২০২৫
ইসরায়েলের তেল আবিবের বিন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তেল আবিব রুটে আগামী ৬ মে পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
শনিবার সকালে দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার AI139 ফ্লাইটটি মাঝপথে আবুধাবিতে নামিয়ে আনা হয়। পরে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে ৩ মে থেকে ৬ মে পর্যন্ত তেল আবিব রুটে সব ফ্লাইট স্থগিত থাকবে।
এয়ার ইন্ডিয়া বলেছে, “৪ মে তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী AI139 ফ্লাইটটি বিন গুরিয়ন বিমানবন্দরে একটি ‘ঘটনার’ পর আবুধাবিতে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি এখন দিল্লিতে ফিরে আসবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল আবিব রুটে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
সংস্থাটি আরও জানায়, ৩ থেকে ৬ মে পর্যন্ত যাদের ফ্লাইট রয়েছে, তারা একবার পুনঃতফসিল বা পুরো রিফান্ডের সুযোগ পাবেন।
বিমানবন্দরের মূল টার্মিনালের কাছে হামলায় চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পরে তা আবার চালু করা হয়।
হুথি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন, “বিন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়।” এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যে আমাদের আঘাত করবে, তাকে সাতগুণ বেশি জবাব দেওয়া হবে।”
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা দাবি করছে, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতেই এই হামলা চালানো হচ্ছে।