নিজস্ব প্রতিবেদক, The Continental Herald
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১২:২৮ PM
বিজিবির নবীন সৈনিকদের শপথ: দেশের জন্য জীবন দিতে প্রস্তুত—এই ঘোষণার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (১০ জুলাই) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শপথের মাহাত্ম্য
৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারীসহ মোট ৬৯৪ জন নবীন সৈনিক ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে শপথ নেন। মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তোমরা দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হবে। এক ইঞ্চি মাটিও শত্রুর হাতে ছাড়বে না।”
নারীর ক্ষমতায়নে বিজিবি
নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় তিনি বলেন, “মুক্তিযুদ্ধে নারীদের অবদানের মতো তোমরাও দেশ সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।” বিজিবির ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক নারী সৈনিক যোগ দিলেন।
সীমান্ত সুরক্ষার চ্যালেঞ্জ
বিজিবি প্রধান জানান, ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত জুড়ে তাদের কার্যক্রম চলছে। মাদক ও মানব পাচার রোধ, চোরাচালান বন্ধে এই বাহিনীর সাফল্য উল্লেখযোগ্য।
বিজিবির নবীন সৈনিকদের এই শপথ বাংলাদেশের নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করবে—এটাই সকলের প্রত্যাশা।
© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত