নিজস্ব প্রতিবেদক, The Continental Herald
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে নারী নির্যাতনের নানা চিত্র প্রায়ই সামনে আসে। সম্প্রতি কুমিল্লার লালমাই উপজেলায় এমনই এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতার কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় সৌদি প্রবাসীর স্ত্রী ইয়াছমিন আক্তারকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার বিবরণ
বুধবার সন্ধ্যায় উপজেলার বারাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াছমিন আক্তার জানান, হাবিব উল্যাহ নামের এক ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি স্বামীকে বিষয়টি জানানোর পর থেকেই হুমকির শিকার হন। একপর্যায়ে পারিবারিক কলহকে কেন্দ্র করে শ্বশুর ও দেবর তাকে শারীরিকভাবে নির্যাতন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো সমাধান দেয়নি। এরপর অভিযুক্ত হাবিব উল্যাহ তার গলার স্বর্ণের চেইন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন এবং টেনে-হিঁচড়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন।
প্রবাসীর ক্ষোভ
ভুক্তভোগীর স্বামী হাবিবুর রহমান বলেন,
“আমরা প্রবাসে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখি। অথচ দেশে আমাদের পরিবারই নিরাপত্তাহীনতায় ভুগছে। থানায় অভিযোগ করেও এখনো ন্যায়বিচার পাইনি।”
অভিযুক্তের দাবি
অভিযুক্ত হাবিব উল্যাহ নিজেকে উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব দাবি করে বলেছেন, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হচ্ছে।
পুলিশের অবস্থান
ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান জানান, প্রথম ঘটনায় তারা গিয়ে আইনি পরামর্শ দিয়েছিলেন, তবে পরবর্তী ঘটনার বিষয়ে জানানো হয়নি।
লালমাই থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও বাড়ি ছাড়া করার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সত্য, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা
© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত