নিজস্ব প্রতিবেদক, The Continental Herald
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১০:১৮ PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দুঃসাহসিক ডাকাতি চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি আটকে ডাকাতির এই পরিকল্পনা ব্যর্থ হয় চালকের বুদ্ধিমত্তায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
ঘটনার বিবরণ
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় শণের আঁটি দিয়ে রাস্তা অবরোধ করে ডাকাত দল। রবিউল আলম নামের এক চালক অসুস্থ রোগীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ব্যারিকেড দেখে তিনি সতর্ক হয়ে গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে আটকাতে ধাওয়া করে। ভিডিও ফুটেজে দেখা যায়, ডাকাতরা রামদা ও হাতের লাইট নিয়ে গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায়।
গ্রেফতারকৃতদের পরিচয়
পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান, গ্রেফতারকৃতরা পটুয়াখালী ও মাদারীপুরের বাসিন্দা। এরা হলেন:
- মো. কামাল (সিএনজি কামাল)
- মো. ইসমাইল সরদার
- মো. রমজান ব্যাপারী
- মো. রাসেল মোল্লা
- মো. লিমন মাতব্বর
পুলিশের অভিযান
ভাইরাল ভিডিওর সূত্র ধরে মুন্সিগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের আটক করে। উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো ছেনদা। পুলিশ জানায়, এই চক্র ২০২৪ সালেও এক্সপ্রেসওয়েতে ডাকাতি করেছিল এবং জামিনে মুক্ত হওয়ার পর আবারও সক্রিয় হয়।
আইনি ব্যবস্থা
শ্রীনগর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি প্রতিরোধে পুলিশের দ্রুত পদক্ষেপ সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে মহাসড়কে নিরাপত্তা বাড়াতে আরও কঠোর নজরদারির প্রয়োজন।
© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত