হোম / আন্তর্জাতিক / ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত কারাকর্মী ও বন্দিদের স্বজনরা
Employees and visiting families among dead at Evin Prison

ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত কারাকর্মী ও বন্দিদের স্বজনরা

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২৪ জুন ২০২৫

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বহুল আলোচিত এভিন কারাগারে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় কারাগারের কর্মচারী এবং বন্দিদের দেখতে আসা কয়েকজন পরিবারের সদস্য প্রাণ হারিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে।

 

হামলার পর প্রাথমিকভাবে কেবল প্রাণহানির কথা জানানো হলেও, এবার জানানো হলো নিহতদের মধ্যে কারাকর্মী ও দর্শনার্থী স্বজনও রয়েছেন। হামলাটি সোমবার ইসরায়েল চালায় এবং এতে কারাগারের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

উল্লেখ্য, এভিন কারাগারটি মূলত রাজনৈতিক বন্দিদের আটকের জন্য berোখ্যাত এবং এটি আগেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক নজরদারিতে ছিল।

 

জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলেছে, বেসামরিক ব্যক্তি ও কারাগার লক্ষ্যবস্তু করা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

 

এই ঘটনার পর ইরান-ইসরায়েল চলমান সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

Share
Scroll to Top