হোম / আন্তর্জাতিক / পারমাণবিক চুক্তি না হলে ইরানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের
france-warns-iran-of-sanctions-over-nuclear-deal-delay

পারমাণবিক চুক্তি না হলে ইরানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২৫

 

ফ্রান্স ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে, পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত কোনো সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফঁ এই কঠোর বার্তা দেন।

 

তিনি বলেন,

“সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানকে অবিলম্বে আলোচনায় ফিরে আসতে হবে এবং একটি দৃঢ়, নিরীক্ষাযোগ্য ও স্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।”

 

জেরোম বোনাফঁ বলেন, আলোচনাই একমাত্র উপায় যা নিশ্চিত করতে পারে যে ইরান সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাবে না।

 

তিনি আরও জানান, যদি এই গ্রীষ্মের মধ্যেই সন্তোষজনক কোনো চুক্তি না হয়, তবে ফ্রান্স ও এর ইউরোপীয় মিত্ররা (জার্মানি ও যুক্তরাজ্য), জাতিসংঘের রেজুলেশন ২২৩১ অনুযায়ী ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা পুনরায় চালু করার জন্য প্রস্তুত থাকবে।

 

এই হুঁশিয়ারির পেছনে রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপট, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 

কী এই ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা?

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আওতায়, কোনো পক্ষ চুক্তির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তুললে, জাতিসংঘের পূর্ববর্তী নিষেধাজ্ঞা দ্রুত ফেরত আনার (snapback) ব্যবস্থা রাখা হয়েছে।

 

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই হুঁশিয়ারি চূড়ান্ত সময়সীমার বার্তা দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

Share
Scroll to Top