হোম / আন্তর্জাতিক / ইরান নিয়ে গোয়েন্দা মূল্যায়ন ঘিরে বিতর্কে টুলসি গ্যাবার্ড, ট্রাম্পের দাবিকে ঘিরে বিভ্রান্তি
gabbard-defends-iran-nuclear-assessment-amid-trump-criticism

ইরান নিয়ে গোয়েন্দা মূল্যায়ন ঘিরে বিতর্কে টুলসি গ্যাবার্ড, ট্রাম্পের দাবিকে ঘিরে বিভ্রান্তি

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২১ জুন ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ও সাবেক কংগ্রেস সদস্য টুলসি গ্যাবার্ড আবার আলোচনায়। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে যে বক্তব্য দিয়েছেন—তা ভুল। কারণ, তাঁর মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে।

 

গ্যাবার্ড এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সরাসরি ট্রাম্পের বক্তব্যের জবাব না দিলেও বলেন, “আমার বক্তব্যকে সংবাদমাধ্যমগুলো ভুলভাবে উপস্থাপন করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাজন তৈরি করছে।”

 

তবে তাঁর মার্চ মাসের কংগ্রেস সাক্ষ্যে গ্যাবার্ড পরিষ্কারভাবে বলেছিলেন:
“গোয়েন্দা সম্প্রদায় এখনো এই মূল্যায়নে অনড় যে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ২০০৩ সালে যেই পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছিলেন, তার অনুমোদন এখনো দেননি।”

 

তবে সাম্প্রতিক এক্স পোস্টে গ্যাবার্ড হোয়াইট হাউসের অবস্থানকে সমর্থন করে বলেছেন, “ইরান কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।” যদিও মার্চের সাক্ষ্যে তিনি এ ধরনের কোনো কথা বলেননি।

উল্লেখ্য, টুলসি গ্যাবার্ড দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন। তাঁর অবস্থান বরাবরই ছিল শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এই বিতর্কের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলেও ধারণা করছেন অনেক বিশ্লেষক।

Share
Scroll to Top