হোম / আন্তর্জাতিক / গাজায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, একই দিনে নিহত অন্তঃসত্ত্বা নারীসহ পুরো পরিবার

গাজায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, একই দিনে নিহত অন্তঃসত্ত্বা নারীসহ পুরো পরিবার

জাবালিয়ায় হামলায় মৃতের সংখ্যা ২৩

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিমান হামলায় একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়্যির জানান, “গত রাত ও সকালে আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে,” যা আগে উদ্ধার করা ১২ জনের সঙ্গে মিলিয়ে মোট সংখ্যা দাঁড়ায় ২৩।

পুনরায় হামলার লক্ষ্য জাবালিয়া

জাবালিয়া এলাকা চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েল বারবার দাবি করেছে, তারা এলাকা সন্ত্রাসীমুক্ত করেছে, কিন্তু পরে আবার হামাসের উপস্থিতির কথা বলে সেখানে হামলা চালিয়েছে।

সাবেক পুলিশ স্টেশনে আরেকটি হামলা, নিহত ১১

একই দিনে ইসরায়েল জাবালিয়ার আরও একটি স্থানে, পূর্বে ব্যবহৃত একটি পুলিশ স্টেশনে হামলা চালায়, যাতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। প্রথমে নিহতের সংখ্যা ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ১১ জানায় উদ্ধারকারীরা। ইসরায়েল দাবি করেছে, ওই স্থানে হামাসের কমান্ড সেন্টার ছিল।

খান ইউনিসে তাঁবুতে হামলায় পুরো পরিবার নিহত

শুক্রবার সকালে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি পরিবার ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হয়। ইসরায়েলি হামলায় নিহত হন এক দম্পতি ও তাদের তিন শিশু সন্তান। নিহত নারীর গর্ভে সন্তান ছিল বলে নিশ্চিত করেছেন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল।

মৃতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার

গত ১৮ মার্চ দুই মাসব্যাপী যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১,৯৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবর ৭, ২০২৩ থেকে শুরু হওয়া এই যুদ্ধে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,৩৫৫ জনে

Share
Scroll to Top