হোম / আন্তর্জাতিক / ইরানের দাবি: ইসরায়েলের বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করেছে তেহরান
iran-repels-israeli-cyberattack-on-banking-network

ইরানের দাবি: ইসরায়েলের বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করেছে তেহরান

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ১৯ জুন ২০২৫

ইরান তাদের ব্যাংকিং নেটওয়ার্কের ওপর ইসরায়েল পরিচালিত একটি বড় ধরনের সাইবার হামলা প্রতিহত করার দাবি করেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

 

ইরানি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কমান্ড জানায়, “গতকাল থেকে ইসরায়েল আমাদের ব্যাংকিং নেটওয়ার্কের ওপর ব্যাপক সাইবার হামলা চালিয়েছে, যার বেশিরভাগই আমরা সফলভাবে প্রতিহত করেছি। তবে এর ফলে দুটি ব্যাংকে সাময়িক সেবা বিঘ্ন ঘটেছে।”

 

ফার্স নিউজ আরও জানায়, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (Iranian Broadcasting Corporation) লক্ষ্য করে ইসরায়েলের একটি আলাদা সাইবার হামলাও চালানো হয়, তবে সেটিও ব্যর্থ হয়েছে।

 

এই হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে রাজনৈতিক ও সামরিকভাবে ক্রমবর্ধমান অস্থিরতা এই ধরনের সাইবার যুদ্ধকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

Share
Scroll to Top