হোম / আন্তর্জাতিক / ৯৭ বছরে না ফেরার দেশে মহাকাশ অভিযানের কিংবদন্তি জিম লভেল
jim-lovell-apollo-13-commander-dies-at-97

৯৭ বছরে না ফেরার দেশে মহাকাশ অভিযানের কিংবদন্তি জিম লভেল

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ৯ আগস্ট ২০২৫

 

নাসার ঐতিহাসিক অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার, মার্কিন নভোচারী জিম লভেল ৯৭ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার নাসা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ১৯৭০ সালে চাঁদে অবতরণের পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেও অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে সহযাত্রীদের সঙ্গে নিরাপদে পৃথিবীতে ফেরার নেতৃত্ব দেন তিনি।

 

১৯৯৫ সালে হলিউড পরিচালক রন হাওয়ার্ডের নির্মিত বিখ্যাত চলচ্চিত্র Apollo 13-এ লভেলের চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। মিশনের সময় অক্সিজেন ট্যাংকে বিস্ফোরণ ঘটায় চাঁদে অবতরণের পরিকল্পনা ভেস্তে যায় এবং নভোযানের তিন সদস্য জীবন-মৃত্যুর ঝুঁকিতে পড়েন। তীব্র ঠান্ডা, পানির সংকট ও খাদ্যাভাবের মধ্যেও লভেল, জ্যাক সুইগার্ট ও ফ্রেড হেইস ৩ দিন সাড়ে তিন ঘণ্টা ধরে মিশন কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে প্রাণঘাতী বিপদ এড়িয়ে সফলভাবে ফিরে আসেন।

 

এই ঘটনাই জন্ম দেয় মহাকাশ ইতিহাসের বিখ্যাত উক্তি “Houston, we have a problem” — যদিও বাস্তবে এটি বলেন সুইগার্ট, পরে সিনেমায় হ্যাঙ্কসের মুখে লভেলের সংলাপ হিসেবে ব্যবহৃত হয়।

জিম লভেলের মহাকাশযাত্রা শুরু হয় ১৯৬৫ সালের জেমিনি ৭ মিশন দিয়ে। তিনি অ্যাপোলো ৮ মিশনের সদস্য হিসেবেও ইতিহাস গড়েন, যা ছিল প্রথম মানববাহী চাঁদ প্রদক্ষিণ। অ্যাপোলো ১৩ ছিল তাঁর চতুর্থ ও শেষ মহাকাশ মিশন। পরবর্তীতে তিনি “Lost Moon: The Perilous Voyage of Apollo 13” বই সহলেখক হিসেবে প্রকাশ করেন, যা থেকে নির্মিত হয় অস্কারজয়ী চলচ্চিত্র।

 

১৯২৮ সালের ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে জন্ম নেওয়া লভেল মার্কিন নৌবাহিনীর সাবেক টেস্ট পাইলট ছিলেন। ১৯৭৩ সালে নাসা থেকে অবসর নেওয়ার পর তিনি বেসরকারি খাতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মেরিলিন ও চার সন্তানকে রেখে গেছেন।

 

#JimLovell #Apollo13 #NASA #SpaceHistory #TheContinentalHerald

Share
Scroll to Top