The Continental Herald ডেস্ক | ঢাকা |
যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি গুলশানের নিজ বাসভবনের পথে রওয়ানা হয়েছেন।
এ সময় বিমানবন্দর এলাকা ও সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উত্তাল জনস্রোত দেখা যায়। হাজারো মানুষ “জিয়া পরিবার” এবং “গণতন্ত্রের নেত্রী” বলে স্লোগানে মুখরিত করে তোলেন রাস্তা।
দীর্ঘ চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। গুলশানে তাঁর বাসভবনে পৌঁছানোর আগেই প্রস্তুত রয়েছে বর্ণাঢ্য অভ্যর্থনা।