হোম / আন্তর্জাতিক / ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি অস্থির ও ভঙ্গুর, সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, পরামর্শ দিলেন কূটনৈতিক সমাধানের
macron-warns-iran-israel-ceasefire-volatile-urges-nuclear-talks

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি অস্থির ও ভঙ্গুর, সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, পরামর্শ দিলেন কূটনৈতিক সমাধানের

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২৬ জুন ২০২৫

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি খুবই “অস্থির ও ভঙ্গুর।” তিনি এই পরিস্থিতিকে মোকাবিলা করতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও সংলাপ শুরুর আহ্বান জানান।

 

ম্যাক্রোঁ বলেন, “আমাদের উচিত ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক ইস্যুতে আবারও কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনায় ফেরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।”

 

ইউরোপীয় দেশগুলো একটি দীর্ঘস্থায়ী কূটনৈতিক পথ তৈরি করতে চায়, যার লক্ষ্য হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ন্ত্রণে আনা। কারণ ২০২৫ সালের অক্টোবর মাসে জাতিসংঘের পক্ষ থেকে ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে।

 

তেহরান বহুবার দাবি করেছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না।

 

বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। ইরান-ইসরায়েলের বিরোধ এখনো গভীর অনিশ্চয়তায় আচ্ছন্ন।

Share
Scroll to Top