হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / মমতাজ বেগমের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল, কাঠগড়ায় ২১ মিনিট

মমতাজ বেগমের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল, কাঠগড়ায় ২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক, The Continental Herald

প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১০:০৬ PM

 

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উত্তপ্ত দৃশ্যের সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতে আইনজীবীদের বাধা ও হট্টগোল

মঙ্গলবার (১৩ মে) মমতাজ বেগমকে আদালতে আনা হলে আইনজীবীরা তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। তাকে লিফটে তোলা নিয়ে বাধা দেওয়া হয়, এবং আদালতকক্ষে আইনজীবীদের চিৎকারে শুনানি প্রক্রিয়া ব্যাহত হয়। এক পর্যায়ে আদালত তাকে কাঠগড়ায় ২১ মিনিট রাখেন, যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয়।

 

রাষ্ট্রপক্ষের বক্তব্য ও মমতাজের প্রতিক্রিয়া

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ। একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটাই দেখি। তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন। তেমনিভাবে নায়িকার অভিনয়, শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি। তারা কোন দল করে সেটা দেখা হয় না। তাদের কাজটাকে আমরা ভালোবাসি।’

‘তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি; গুম, আয়নাঘর, আন্দোলন করলেই যখন গুলি করা হয়, তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে গেলেন। মানিকগঞ্জের সিংগাইরের মানুষের ভোট হরণ করলেন। সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি শেখ হাসিনার সমর্থনে গান গেয়ে জনগণের আবেগকে ব্যবহার করেছেন।”

তার এই মন্তব্যে আদালতে উপস্থিত আইনজীবীরা “শেইম-শেইম” স্লোগান দেন।

একপর্যায়ে পিপি আদালতকে বলেন, ‘এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত তখন তিনি হাসিনাকে গান শোনাতেন।’ এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন।

 

৪ দিনের রিমান্ড মঞ্জুর

তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আদেশ শুনে আইনজীবীরা “৭ দিন দিতে হবে” বলে চিৎকার শুরু করেন, যা আদালতের পরিবেশ অশান্ত করে তোলে।

 

মমতাজ বেগমের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল এবং আইনজীবীদের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় একটি আলোচিত ঘটনা হয়ে থাকবে। এই মামলার পরবর্তী অগ্রগতি এখন সবার নজরে।

 

সূত্র: ঢাকাপোস্ট, আদালত সংশ্লিষ্ট দলিলপত্র

© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত

Share
Scroll to Top