হোম / আন্তর্জাতিক / হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, মোদিকে প্রশ্ন ওয়েইসির

হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, মোদিকে প্রশ্ন ওয়েইসির

নিজস্ব প্রতিবেদক, The Continental Herald

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫

 

হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, মোদিকে প্রশ্ন ওয়েইসির—ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, যদি বিজেপি সরকার সত্যিই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়, তবে প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

 

ভারতীয় সরকারের নীতি নিয়ে ওয়েইসির প্রশ্ন

 

ওয়েইসি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত এক আলোচনায় বলেন, “আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রাখছি? তিনি তো বাংলাদেশি।” এ সময় তিনি অভিযোগ করেন, ভারতে বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অথচ প্রকৃত ভারতীয় নাগরিকরাই ভোগ করছেন সবচেয়ে বেশি হয়রানি।

 

বাংলাদেশের গণঅভ্যুত্থান প্রসঙ্গ

 

তিনি উল্লেখ করেন, ঢাকায় ঘটে যাওয়া জনপ্রিয় গণঅভ্যুত্থান ভারতের স্বীকার করা উচিত। একইসঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান ওয়েইসি।

 

মুসলিম নাগরিকদের বঞ্চনার অভিযোগ

 

বিহারে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অনেক প্রকৃত ভোটার, বিশেষ করে মুসলমানরা বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রক্রিয়া পক্ষপাতদুষ্টভাবে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার সুযোগ তৈরি করছে।গাজা যুদ্ধ নিয়ে মোদির নীরবতা সমালোচিত

 

শুধু বাংলাদেশ ইস্যুই নয়, ওয়েইসি গাজা যুদ্ধ নিয়েও মোদি সরকারের নীরবতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও ভারত সরকার প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। তাঁর মতে, নীরব থেকে সরকার আসলে বেঞ্জামিন নেতানিয়াহুর গণহত্যাকে সমর্থন করছে।

 

হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, মোদিকে প্রশ্ন ওয়েইসির—এই বক্তব্যে নতুন মাত্রা পেয়েছে ভারতীয় রাজনীতির বিতর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়েইসির এই মন্তব্য শুধু বাংলাদেশ ইস্যুকেই নয়, সংখ্যালঘুদের অধিকার ও আন্তর্জাতিক রাজনীতি নিয়েও নতুন আলোচনা উসকে দেবে।

 

 

সত্য, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা

© The Continental Herald 2025 | সর্বস্বত্ব সংরক্ষিত

Share
Scroll to Top