হোম / আন্তর্জাতিক / ৪ দিনের বেশি যুদ্ধ চালাতে অক্ষম পাকিস্তান? ANI রিপোর্টে বিস্ফোরক দাবি

৪ দিনের বেশি যুদ্ধ চালাতে অক্ষম পাকিস্তান? ANI রিপোর্টে বিস্ফোরক দাবি

The Continental Herald ডেস্ক | ৪ মে ২০২৫

পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী চরম সংকটে রয়েছে। ভারতের সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে এতটাই গোলাবারুদের সংকটে রয়েছে যে তারা মাত্র ৪ দিনের উচ্চমাত্রার যুদ্ধ চালাতে সক্ষম।

বিশেষ করে ১৫৫ মিমি হাউইটজার কামান এবং BM-21 মাল্টি-রকেট সিস্টেমের জন্য প্রয়োজনীয় শেল এবং রকেটের ঘাটতি সবচেয়ে প্রকট। এই অস্ত্রগুলো ভারতীয় আক্রমণ প্রতিহত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, এই সংকটের পেছনে মূলত দুটি কারণ—ইউক্রেন ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক অস্ত্র চুক্তিতে পাকিস্তানের অস্ত্র মজুদ অনেকটাই নিঃশেষ হয়ে গেছে এবং তাদের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান Pakistan Ordnance Factories (POF) বৈশ্বিক চাহিদা মেটাতে পারছে না।

এছাড়া, তাদের উৎপাদন অবকাঠামো পুরোনো হয়ে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ২ মে অনুষ্ঠিত স্পেশাল কোর কমান্ডার্স কনফারেন্সে এই ইস্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

তথ্যসূত্র অনুযায়ী, যুদ্ধ সম্ভাবনার কথা মাথায় রেখে ভারত-পাক সীমান্তের কাছাকাছি গোলাবারুদের গুদাম নির্মাণ করেছে পাকিস্তান। তবে গুদাম থাকলেও গোলাবারুদের পরিমাণ ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।

এর আগে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া স্বীকার করেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে পাকিস্তান অর্থনৈতিক ও সামরিকভাবে টিকে থাকতে পারবে না।

তবে পাকিস্তানি নেতারা এখনও ভারতের সম্ভাব্য “আগ্রাসন” মোকাবেলার শক্ত প্রতিশোধের হুমকি দিয়ে চলেছেন। বাস্তবতা হলো—তাদের সামরিক সক্ষমতা কেবলমাত্র ৯৬ ঘণ্টার উচ্চমাত্রার সংঘর্ষ টিকিয়ে রাখার মতোই আছে।

বিশ্লেষকরা বলছেন, এই তথ্য ভারত-পাকিস্তান অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়াবে এবং কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরও দুর্বল অবস্থানে ঠেলে দিতে পারে।

Share
Scroll to Top