নয়াদিল্লি, ১০ মে — ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান ‘সরাসরি উস্কানি’ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে পাকিস্তান, তবে ভারতীয় বাহিনী তা সফলভাবে প্রতিহত করছে।
ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী পবিত্র শহর অমৃতসরের আকাশে একাধিক সশস্ত্র ড্রোন শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট তাৎক্ষণিকভাবে ওইসব ড্রোন ধ্বংস করে দেয় বলে জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, “শত্রুপক্ষের এই স্পষ্ট উস্কানি ও হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হবে। ভারতীয় ভূখণ্ড রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, ভারতীয় হামলার জবাবে দেশটি ‘বৃহৎ সামরিক অভিযান’ শুরু করেছে এবং ভারতের একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। দুই দেশের মধ্যে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং পাল্টা হামলার ঘটনা এখন প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও খবর ও আপডেটের জন্য চোখ রাখুন ‘The Continental Herald’-এ।