দ্য কন্টিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক | ২২ জুন ২০২৫
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রেস কনফারেন্সে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ইরানকে সরাসরি সামরিক সহায়তা দিতে রাশিয়া সতর্ক আচরণ করছে। তার ভাষায়, “ইসরায়েলে প্রায় ২০ লাখ রুশ বসবাস করেন — দেশটি প্রায় রুশভাষীই বলা চলে।”
পুতিন বলেন, “আমরা দায়িত্বশীলভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছি। যেখানে আমাদের নিজস্ব জনগণ আছে, সেখানে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের অনেক কিছু বিবেচনায় রাখতে হয়।”
বিশ্লেষকদের মতে, পুতিনের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক জোটে যুক্ত হতে এখনই আগ্রহী নয়। রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত স্বার্থ পুতিনকে এমন বক্তব্য দিতে বাধ্য করেছে।
এদিকে, ক্রেমলিন সূত্রে জানা গেছে, রাশিয়া এখন কূটনৈতিক সমাধানেই জোর দিচ্ছে এবং সরাসরি যুদ্ধে জড়াতে চায় না।