দ্য কনটিনেন্টাল হেরাল্ড বিশেষ প্রতিবেদন | ২১ জুন ২০২৫
ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) চলমান সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি।
এই উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়ে একে “ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত” এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।
‘আলোচনার পথেই ফিরতে হবে’ — কাতারের বার্তা
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেখ মোহাম্মদ দ্ব্যর্থহীন ভাষায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেন, “এই আগ্রাসন শুধু একটি দেশের ওপর নয়, বরং সমগ্র আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আঘাত।”
তিনি আরও জানান, কাতার বর্তমানে এই উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিবিড় প্রচেষ্টা চালাচ্ছে।
OIC সম্মেলনে ফোকাস: আঞ্চলিক ঐক্য ও শান্তি প্রচেষ্টা
চলমান সংঘাতের প্রেক্ষাপটে OIC সম্মেলন হয়ে উঠেছে মুসলিম বিশ্বের ঐক্য এবং পারস্পরিক সমর্থনের প্ল্যাটফর্ম। কাতার, তুরস্ক, ইরানসহ একাধিক রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশগ্রহণ করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিচ্ছেন।
এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ভূরাজনীতিতে কাতারের ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক নেতৃত্বের বহিঃপ্রকাশ হিসেবেও দেখছে বিশ্লেষকরা।