হোম / আন্তর্জাতিক / কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বিমান
us-aircraft-dispersed-from-qatar-base-amid-tension

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বিমান

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড গ্লোবাল ডেস্ক ● ১৯ জুন ২০২৫

 

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বহু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (AP)। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সাধারণত যেসব পরিবহন বিমান, ফাইটার জেট ও ড্রোন এই ঘাঁটির রানওয়েতে দেখা যায়, সেগুলো এখন আর সেখানে নেই।

 

বুধবার Planet Labs PBC কর্তৃক ধারণকৃত একটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে AP জানায়, ঘাঁটির টারমাকে ব্যতিক্রমধর্মী এক শূন্যতা লক্ষ্য করা গেছে। মার্কিন সামরিক বাহিনী এই পরিবর্তন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

 

তবে বিশ্লেষকরা বলছেন, এটি একটি সামরিক কৌশল হতে পারে। এর আগেও বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি থেকেও বেশ কিছু জাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল। সাধারণত এমন পদক্ষেপ নেয়া হয় যাতে শত্রু আক্রমণের সময় একত্রে সব সরঞ্জাম ধ্বংস না হয়।

 

বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এমন সরিয়ে নেওয়ার ঘটনা ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষ বা হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Share
Scroll to Top